নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) প্রশাসনিক ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
শনিবার সকাল ৯টার দিকে আগুনের সূত্রপাত। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর নেওয়াজ মোহাম্মদ বাহাদুর বলেন, ‘আগুনে প্রশাসনিক ভবনের চতুর্থ তলায় দুটি কক্ষে কম্পিউটার, আসবাবপত্রসহ জরুরি কাগজপত্র পুড়ে ছাই হয়ে গেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ ও পরবর্তী করণীয় সম্পর্কে তারা মতামত দেবে।’
নোয়াখালী সদর উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আফসার উদ্দিন নিউজবাংলাকে বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আগুনের সূত্রপাত বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে। আগুনে ভবনের দুটি কক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করার সময় প্রচণ্ড ধোঁয়ায় ফায়ার সার্ভিসের কয়েকজন সদস্য অসুস্থ হয়ে পড়েন।’