বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সাঁতার শিখতে পুকুরে নেমে ভাই-বোনের মৃত্যু

  •    
  • ১৪ এপ্রিল, ২০২২ ১৩:৫৯

চিকিৎসক জানান, স্থানীয়রা পুকুরের তলদেশ থেকে শিশুদের উদ্ধার করেন। স্বজনরা তাদের হাসপাতালে নিয়ে আসেন। তবে তার আগেই শিশু দুটির মৃত্যু হয়।

ভোলার মনপুরায় পুকুরে সাঁতার শিখতে নেমে দুই শিশুর মৃত্যু হয়েছে।

উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামে বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।

মৃত শিশুরা হলো ১০ বছরের লিয়া ও ৬ বছরের আদর। তারা চাচাতো ভাই-বোন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মনপুরা উপজেলা আবাসিক চিকিৎসা কর্মকর্তা নাইম হাসনাত।

তিনি শিশু দুটির পরিবারের বরাতে জানান, সকালের নাশতা শেষে দুই ভাই-বোন সাঁতার শিখতে বাড়ির পাশের পুকুরে নামে। অনেক সময় পরও তারা ফিরে না আসায় স্বজনরা খুঁজতে বের হন।

চিকিৎসক আরও জানান, স্থানীয়রা পুকুরে নেমে তলদেশ থেকে শিশুদের উদ্ধার করেন। স্বজনরা তাদের হাসপাতালে নিয়ে আসেন। তবে তার আগেই শিশু দুটির মৃত্যু হয়।

এ বিভাগের আরো খবর