যৌতুকের মামলায় বরিশালের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তাকে কারাগারে পাঠিয়েছে আদালত।
জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. মনিরুজ্জামানের আদালত বুধবার বিকেলে ৩২ বছর বয়সী টিপু সুলতানকে কারাগারে পাঠায়।
এর আগে মঙ্গলবার রাতে একই হাসপাতালের চিকিৎসক মিলাদুজ্জাহান ইরা তার স্বামীর নামে যৌতুকের দাবিতে মারধরের অভিযোগে মামলা করেন।
গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহারে বলা হয়, ২০২১ সালের ১৩ আগস্ট গৌরনদী উপজেলার নলচিড়া গ্রামের টিপু সুলতানের সঙ্গে কুমিল্লা দক্ষিণ সদর উপজেলার দৈয়ারা গ্রামের মিলাদুজ্জাহান ইরার বিয়ে হয়। ১০ লাখ টাকা যৌতুকের দাবিতে টিপু তাকে প্রায়ই মারধর করতেন ও মেরে ফেলার হুমকি দিতেন।
এক দিন ইরার গলায় ওড়না পেঁচিয়ে তাকে ফ্যানের সঙ্গে ঝুলিয়ে হত্যারও চেষ্টা করেন। গত ৪ এপ্রিল টিপু গৌরনদীর একটি ক্লিনিকে ইরাকে আটকে ব্যাপক মারধর করেন। এরপর নলচিড়ায় নিয়ে একটি ঘরে আটকে রাখেন। ইরা বিষয়টি তার শ্বশুর বাদশা ফকিরকে জানালে তিনিও ১০ লাখ টাকা যৌতুক নিয়ে আসতে বলেন।
কৌশলে ইরা ওই বাড়ি থেকে বের হয়ে তার বাবা-মাকে বিষয়টি জানান। এরপর মঙ্গলবার রাতে তিনি যৌতুকের জন্য মারধরের অভিযোগে গৌরনদী থানায় মামলা করেন।
ওসি জানান, মামলার পর রাতেই পুলিশ টিপুকে গ্রেপ্তার করে। এরপর তাকে আদালতে তোলা হলে বিচারক কারাগারে পাঠান।
এ বিষয়ে জেলা সিভিল সার্জন মারিয়া হাসান নিউজবাংলাকে বলেন, ‘গৌরনদী থানা থেকে মামলার বিষয়ে আমাকে বিস্তারিত জানানো হয়েছে। আইন অনুযায়ী এ বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।’