কুমিল্লার দেবিদ্বারে বাড়ির পাশের পুকুর থেকে চাচাতো দুই বোনের মরদেহ উদ্ধার করেছে স্বজনরা।
দেবিদ্বার উপজেলার ১০ নম্বর গুনাইঘর দক্ষিণ ইউনিয়নের পদ্মকোট গ্রাম থেকে বুধবার দুপুর দেড়টার দিকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়।
মৃতরা হলো সাত বছর বয়সী মাহি আক্তার ও তার নয় বছর বয়সী চাচাতো বোন তানহা আক্তার।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুই বোন বাড়ির পাশে খেলছিল। বেলা ১১টার দিক থেকে তাদের কোনো খোঁজ না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে তাদের দেহ ভাসতে দেখা যায়। স্বজনরা দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মারজানা আক্তার মৃত ঘোষণা করেন।
আরিফুর বলেন, ‘পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ দুটি ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় কোনো মামলা হবে না।’