পঞ্চগড়ের আটোয়ারীতে তুচ্ছ ঘটনায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত এক পুলিশ সদস্যের। ৫০ বছর বয়সী নিহত ময়নুল হোসেন ওরফে নুন্দুয়া উপজেলার ধামোর ইউনিয়নের দানাবীর গ্রামের মৃত আব্দুল ওহাবের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সোমবার সকালে দানাবীর গ্রামের আনিসুর রহমানের পাটক্ষেতের ওপর দিয়ে ময়নুলের বড় ভাই বাচ্চুকে চলাচল করতে বাধা দিলে উভয়ের মধ্যে হাতাহাতি শুরু হয়।
এ সময় ময়নুল ঘটনাস্থলে উপস্থিত হয়ে পাটক্ষেতের মালিক আনিসুর রহমানকে মারধর শুরু করেন। এতে আনিসুর রহমান মাথায় আঘাত পান।
খবর পেয়ে আনিসুরের স্বজনরা লাঠিসোঁটা নিয়ে ঘটনাস্থলে ছুটে এসে ময়নুলকে ধাওয়া করে। এ সময় মোটরসাইকেলে চড়ে দ্রুত পালিয়ে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়েন ময়নুল। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে মারা যান তিনি।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. হুমায়ুন কবীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। আটোয়ারী থানা পুলিশ ময়নুলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় মর্গে পাঠায়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটকও করা হয়েছে।
পঞ্চগড় সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাকিবুল ইসলাম ও আটোয়ারী থানার নবাগত অফিসার ইনচার্জ মো. সোহেল রানা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।