পুরিশ জানায়, রোববার ইফতারের আগ মুহূর্তে নগরীর ডিঙ্গাডোবা এলাকায় কমিউটার ট্রেনে কাটা পড়েন ফারুক হোসেন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
রাজশাহী নগরীতে ট্রেনে কাটা পড়ে ফারুক হোসেন নামের এক এনজিও কর্মকর্তার মৃত্যু হয়েছে।
রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরীর ডিঙ্গাডোবা এলাকায় এ ঘটনা ঘটে।
৪৫ বছর বয়সী ফারুক হোসেন এনজিও আশার উপশহর শাখার ব্যবস্থাপক ছিলেন। তার গ্রামের বাড়ি রাজশাহীর বাগমারা উপজেলার মির্জাপুর তালতলী গ্রামে।রাজশাহী জিআরপি থানার ওসি রকিবুল হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রোববার ইফতারের আগ মুহূর্তে নগরীর ডিঙ্গাডোবা এলাকায় রহনপুর-ঈশ্বরদী রুটে চলাচলকারী কমিউটার ট্রেনে কাটা পড়েন তিনি। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
রেলওয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে। এ ঘটনায় রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।