বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পুলিশের ফেসবুক পেজে বিতর্কিত শেয়ার ‘ভুলবশত’

  •    
  • ৯ এপ্রিল, ২০২২ ১৭:১৫

পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা স্বীকার করেছেন, তাদের ভেরিফায়েড পেজ থেকে শনিবার পোস্টটি শেয়ার হয়। তবে ভুল করে এটা হয়েছে। কিছুক্ষণের মধ্যেই শেয়ারটি রিমুভ করা হয়।   

বাংলাদেশ পুলিশের ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করা বিতর্কিত একটি পোস্টের স্ক্রিনশট ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

টিপ নিয়ে এক কলেজশিক্ষককে পুলিশের কনস্টেবলের হেনস্তার অভিযোগে দেশজুড়ে তুমুল সমালোচনার মধ্যে টিপ নিয়ে ফেসবুকে বিতর্কিত পোস্টও দিয়েছেন অনেকে। এ ধরনেরই একটি পোস্ট পুলিশের ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার হয়েছে বলে দাবি করছেন অনেক ফেসবুক ব্যবহারকারী।

পোস্টটির শুরুতে লেখা (পোস্টের বানান অপরিবর্তিত) , ‘কপালে টিপ হযরত ইব্রাহিম (আ:) এর যুগে পতিতা সনাক্তের চিহ্ন হিসেবে প্রচলন হয়, এই যুগের চরিত্রহীনারাও সেই চিহ্ন বহন করছে...।’

এ ধরনের লেখার সঙ্গে টিপ পরা এক নারীর ছবিও যুক্ত করা হয়েছে।

মো. শাহিন নামের আইডির এ পোস্টটি আদৌ পুলিশের মতো গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় বাহিনীর ফেসবুক পেজে শেয়ার করা হয়েছে কি না তা যাচাই করেছে নিউজবাংলা।

পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা স্বীকার করেছেন, তাদের ভেরিফায়েড পেজ থেকে শনিবার পোস্টটি শেয়ার হয়। তবে ভুল করে এটা হয়েছে। কিছুক্ষণের মধ্যেই শেয়ারটি রিমুভ করা হয়।

সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশনের উপপুলিশ কমিশনার আ ফ ম আল কিবরিয়া শনিবার বিকেলে নিউজবাংলাকে বলেন, ‘ওটা ভুলে পোস্ট হয়ে গিয়েছিল। আমরা বিষয়টি মনিটর করছি। ওটা সরিয়ে নেয়া হয়েছে অলরেডি।’

তিনি জানান, পেজটি দেখভালের দায়িত্ব পুলিশ সদর দপ্তরের। পোস্টটি নজরে আসার সঙ্গে সঙ্গে পুলিশ সদর দপ্তরকে জানানো হয়।

উপপুলিশ কমিশনার আ ফ ম আল কিবরিয়া বলেন, ‘পুলিশ হেড কোয়ার্টার আমাদের জানায়, দুষ্ট লোক খুঁজতে গিয়ে ভুলে পোস্টটি শেয়ার হয়ে গিয়েছে।’

এ বিষয়ে জানতে চাইলে পুলিশ সদর দপ্তরের কেউ আনুষ্ঠানিক বক্তব্য দিতে রাজি হননি। তবে এক কর্মকর্তা জানান, ঘটনাটি কীভাবে ঘটল তা তদন্ত করা হচ্ছে।

এদিকে ফেসবুকে পপুলার সার্চে উঠে এসেছে মো. শাহিন (Md Shahin)। তবে তার প্রোফাইলটি খুঁজে পাওয়া যাচ্ছে না।

এ বিভাগের আরো খবর