নওগাঁর রাণীনগর মহিলা কলেজের অধ্যক্ষ মিরাজুল ইসলামকে দুর্নীতির অভিযোগে বরখাস্ত করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও কলেজের সভাপতি সুশান্ত কুমার মাহাতো স্বাক্ষরিত এক চিঠিতে বৃহস্পতিবার বিকেলে এই আদেশ দেয়া হয়েছে। চিঠিতে বলা হয়েছে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এখন হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. ফরহাদ হোসেন।
ইউএনও সুশান্ত নিউজবাংলাকে বৃহস্পতিবার রাতে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মিরাজুলের বিরুদ্ধে শিক্ষক-কর্মচারীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করাসহ বিভিন্ন নিয়মবহির্ভূত কর্মকাণ্ডের অভিযোগ ছিল। তাকে একাধিকবার কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়।
সুশান্ত আরও জানান, গত বছরের মার্চ মাসের ২১ তারিখ থেকে চলতি বছরের মার্চের ৩১ তারিখ পর্যন্ত কলেজের আয় হয়েছে ১৪ লাখ ৪৭ হাজার ৯৫২ টাকা। অধ্যক্ষ মিরাজুল কলেজের হিসাব নম্বরে ৭ লাখ ৬৫ হাজার ৯৫০ টাকা জমা দিয়েছেন। বাকি টাকা তিনি আত্মসাৎ করেছেন। এ ঘটনায় তাকে ও কলেজের হিসাবরক্ষক সুমন চন্দ্রকে গত ৩১ মার্চ শোকজ করা হয়। মিরাজুলের দেয়া শোকজের জবাব সন্তোষজনক না হওয়ায় তাকে বরখাস্ত করা হয়েছে।
এ বিষয়ে জানতে মিরাজুলকে একাধিবার কল করা হলেও তার ফোন বন্ধ পাওয়া গেছে।