বিজ্ঞান শিক্ষক হৃদয় মণ্ডলের নিঃশর্ত মুক্তির দাবিতে সিলেটে মানববন্ধন ও সমাবেশ করেছে বিভিন্ন সংগঠন।
সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বৃহস্পতিবার বিকেলে ‘প্রগতিশীল সংগঠনসমূহ, সিলেট’ ব্যানারে এই কর্মসূচি হয়।
সেখানে ‘সত্য বলায় গ্রেপ্তার কেন, প্রশাসন জবাব চাই’, ‘হৃদয় মণ্ডলের নিঃশর্ত মুক্তি চাই’, ‘বাংলাদেশ আফগানিস্তান হবে না’ এসব স্লোগান লেখা প্ল্যাকার্ড হাতে অংশ নেন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা।
সমাবেশে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক হিমাদ্রি শেখর রায় বলেন, ‘অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ হয়ে মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছে। অথচ স্বাধীনতার ৫১ বছর পর একজন বিজ্ঞান শিক্ষককে বিজ্ঞান শিক্ষা দেয়ার অপরাধে কারাগারে পাঠানো খুবই লজ্জাজনক এবং মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী।’
‘শিক্ষার্থীরা যদি এভাবে শিক্ষকের কথা গোপনে রেকর্ড করে এবং এ জন্য তাকে জেলে যেতে হয় তাহলে আগামীতে শিক্ষকরা শ্রেণিকক্ষে পাঠদান করতেই ভয় পাবেন।’
এই কর্মসূচির সভায় সভাপতিত্ব করেন উদীচী সিলেট জেলা সভাপতি এনায়েত হাসান মানিক। সমাবেশ সঞ্চালনায় ছিলেন বিজ্ঞান আন্দোলন মঞ্চের সমন্বয়কারী প্রণব জ্যোতি পাল। সমাবেশে অংশ নেন সিপিবি জেলা সভাপতি সৈয়দ ফরহাদ হোসেন, বাসদ জেলা সমন্বয়ক আবু জাফর, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেটের সাধারণ সম্পাদক আব্দুল করিম কিম, উষার পরিচালক তমিস্রা তিথি, ছাত্র ইউনিয়নের জেলা আহ্বায়ক মনীষা ওয়াদুদসহ অনেকে।
বক্তারা অবিলম্বে বিজ্ঞান শিক্ষক হৃদয় চন্দ্র মণ্ডলের নিঃশর্ত মুক্তি এবং এই ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসার দাবি জানান।