ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে আবার চালু হয়েছে ক্যাথেটারাইজেশন ল্যাবরেটরি বা ক্যাথ ল্যাব।
এখন থেকে রক্তনালির ব্লক নির্ণয়, রিং পরানো, পেসমেকার লাগানোসহ শিশুদের জন্মগত হৃদরোগও নির্ণয় করা যাবে এ হাসপাতালে।
হৃদরোগ বিশেষজ্ঞ তরিকুল ইসলাম খান ওয়াসিম বলেন, ‘ময়মনসিংহ মেডিক্যালের হৃদরোগ বিভাগে ৫০ শয্যার বিপরীতে প্রতিদিন দুই শতাধিক রোগী ভর্তি থাকেন। জটিল রোগীদের ঢাকায় স্থানান্তরের সময় পথেই ঘটত প্রাণহানির ঘটনা। এমন বাস্তবতায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের হৃদরোগ বিভাগে ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে উদ্বোধন করা হয় ৮ শয্যার কার্ডিয়াক ক্যাথ ল্যাব।
‘এরপর করোনা মহামারিসহ নানা জটিলতায় এটি আর চালু হয়নি। গত বছরের ২৮ মার্চ চালু হলেও করোনা পরিস্থিতির অবনতি হলে কিছুদিন পর ক্যাথ ল্যাবের কার্যক্রম বন্ধ হয়ে যায়।’
তিনি আরও বলেন, ‘মঙ্গলবার পুনরায় কার্যক্রম চালু হওয়ার প্রথম দিনেই একজন বীর মুক্তিযোদ্ধাসহ ১২ জন রোগীর এনজিওগ্রাম করা হয়। এদের মধ্যে তিনজনের হার্টে ব্লক ধরা পড়ায় তাদের রিং পরানো হয়। রোগীদের সবাই সুস্থ আছেন।’
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফজলুল কবীর বলেন, ‘ক্যাথ ল্যাব চালু হওয়ায় এ অঞ্চলের রোগীদের এনজিওগ্রাম বা রক্তনালির ব্লক নির্ণয়, রিং পরানো, পেসমেকার লাগানোসহ শিশুদের জন্মগত হৃদরোগও নির্ণয় করা যাবে।
‘ময়মনসিংহসহ আশপাশের জেলার হতদরিদ্র রোগীদের হৃদরোগ নিরাময়ে কার্যকর ফল বয়ে আনবে। কম খরচে নতুন এই সেবা কার্যক্রমকে সচল রাখতে সবার সহযোগিতা প্রয়োজন।’