খুলনায় ইজিবাইকচালক মেহেদী হাসান রাব্বি হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এ ছাড়া খালাস দেয়া হয়েছে একজনকে।
খুলনার জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক সাইফুজ্জামান হিরো বুধবার দুপুরে এ রায় দেন।নিউজবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী আরিফ মাহমুদ লিটন।
দণ্ডিতরা হলেন, লবণচরা থানা এলাকার বাসিন্দা বাবু হোসেন, মো. জাহিদুল ইসলাম নয়ন, মো. ফয়সাল হাওলাদার ও মো. আবু রায়হান। রায়ে তাদের ১০ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে।
রায় ঘোষণার সময় আসামি রায়হান বাদে অন্যরা পলাতক ছিলেন।
মেহেদী হাসান রাব্বি একজন ফল বিক্রেতা। তিনি তার বাবার ব্যবসা দেখাশুনা করত। মাঝেমধ্যে ভাড়ায় ইজিবাইক চালাত। ২০১৮ সালের ১০ আগস্ট সন্ধ্যায় ইজিবাইক নিয়ে সাচিবুনিয়া কৈয়া বাজারের দিকে যাত্রীসহ রওনা হয় রাব্বি। পর দিন সকালে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। এ ঘটনায় অজ্ঞাতপরিচয় আসামিদের নামে মামলা করে রাব্বির বাবা আব্দুর রহিম ব্যাপারী।
১৩ আগস্ট পুলিশ ছোটবান্দা খান বাহাদুর হাওলাদার রাইস মিলের ভেতর থেকে রাব্বির ইজিবাইক উদ্ধার করে পুলিশ। পরে ওই এলাকা থেকে হত্যা মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে মো. সোহেল, মো. বাবু হেসেন, জাহিদুল ইসলাম নয়ন, মো. ফয়সাল ও মো. আবু রয়হানকে আটক করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করে।
২০১৯ সালের ৩১ জানুয়ারি লবণচরা থানার এসআই নাসির উদ্দিন মোল্লা পাঁচজনের নামে আদালতে অভিযোগপত্র দেয়।