ঢাকার সাভার মডেল থানা কম্পাউন্ডের একটি কক্ষে শিশুকে বলাৎকারের অভিযোগে থানার ঝাড়ুদারকে কারাগারে পাঠিয়েছে আদালত।
ঢাকা মুখ্য বিচারিক হাকিম আদালতের মাধ্যমে মঙ্গলবার সন্ধ্যায় শেখ রুস্তম আলীকে কারাগারে পাঠানো হয়। এর আগে তাকে এক দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।
৫৫ বছর বয়সী রুস্তমের বাড়ি রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানার আরকান্দি গ্রামে।
সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) নবী হোসেন নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
৯ বছরের ওই শিশুর পরিবার জানায়, ২৯ মার্চ বিকেলে থানার বাইরে ঘুরছিল শিশুটি। সে সময় রুস্তম তাকে চকলেট দেয়ার কথা বলে থানার ভেতরের একটি কক্ষে নিয়ে বলাৎকার করেন। শিশুটি বাসায় ফিরে পরিবারকে জানালে তারা ওই দিন রাতেই থানায় অভিযোগ করেন। এরপর পুলিশ রুস্তমকে গ্রেপ্তার করে।
এসআই নবী বলেন, ‘থানা কম্পাউন্ডের ভেতরে হলেও ঘটনা আউটসাইড ভবনের কোনো কক্ষে হয়েছে। গ্রেপ্তারের পর আমরা রুস্তমকে এক দিনের রিমান্ডে নিয়েছিলাম। রিমান্ড শেষে মঙ্গলবার সন্ধ্যায় তাকে আদালতে তোলা হয়।
‘শিশুটিকে শারীরিক পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে।’
কত তারিখে মামলা ও রুস্তমকে কবে গ্রেপ্তার করা হয়েছিল, সে বিষয়ে এসআই ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাঈনুল ইসলামের সঙ্গে কথা বলার পরামর্শ দেন।
ওসি মাঈনুলকে একাধিকবার ফোন দেয়া হলেও তিনি ধরেননি।