ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি কাভার্ড ভ্যানে অন্য একটির ধাক্কায় এক হেলপার নিহত হয়েছেন।
সীতাকুণ্ডের বড় দারোগাহাট এলাকায় মঙ্গলবার রাত সোয়া ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ২৮ বছরের লিটন মিয়ার বাড়ি ভোলার দৌলতখানে।
কুমিরা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির ফারুক নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেন।
ওসি জানান, রাতে ঢাকামুখী কাভার্ড ভ্যানের চাকা পাংচার হয়ে যাওয়ায় হঠাৎ থেমে যায়। এ সময় পেছনে থাকা একটি কাভার্ড ভ্যান থেমে যাওয়া গাড়িকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পেছনের ভ্যানের চালকের সহকারী লিটন নিহত ও চালক মো. ইব্রাহিম গুরুতর আহত হন।
আহত ইব্রাহীমকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ওসি বলেন, ‘কাভার্ড ভ্যান দুটি জব্দ করা হয়েছে।’