নেত্রকোণার দুর্গাপুরে ঢলে ভেসে আসা গাছ তুলতে গিয়ে সোমেশ্বরী নদীতে নেমে নিখোঁজ হয়েছে এক কিশোর।
দুর্গাপুরের কুল্লাগড়া ইউনিয়নের ভবদেবপাড়া গ্রামে সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।
নিখোঁজ ছেলেটির নাম মোহাম্মদ জিহাদ। ১৫ বছরের জিহাদের বাড়ি ভবদেবপাড়া গ্রামে। সে ঢাকার একটি মাদ্রাসার ছাত্র।
দুর্গাপুরের ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শফিকুল ইসলাম ও দুর্গাপুর থানার উপপরিদর্শক (এসআই) রোকন উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাতে এসআই রোকন জানান, সোমেশ্বরী নদী দিয়ে প্রতি বছর পাহাড়ি ঢলের সঙ্গে উজানের গাছপালা ভেসে আসে। স্থানীয়রা সেগুলো জ্বালানির জন্য সংগ্রহ করে থাকেন। সোমবার দুপুরে নদীতে গাছ ভেসে আসতে দেখে জিহাদ সেটি নিতে নামে। এরপর পানিতে তলিয়ে যায়।
স্থানীয়রা তা দেখে দুর্গাপুরের ফায়ার সার্ভিস স্টেশনে খবর পাঠান। উদ্ধারকর্মীরা সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত তার খোঁজ পাননি।
ফায়ার সার্ভিস কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, জিহাদকে উদ্ধারে ময়মনসিংহের ডুবুরি দলকে খবর দেয়া হয়েছে।