চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে আসামিকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।
অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রবিউল ইসলাম সোমবার দুপুরে এ রায় ঘোষণা করেন।
রাষ্ট্রপক্ষের সহকারী আইনজীবী আঞ্জুমান আরা নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
দণ্ডিত ৪৯ বছর বয়সী মহুবুল কালু রাজশাহীর গোদাগাড়ি উপজেলার সুলতানগঞ্জ গ্রামের আফাজউদ্দীনের ছেলে।
আঞ্জুমান আরা জানান, ২০১৮ সালের ৩ জানুয়ারি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারোরশিয়া এলাকায় অভিযান চালিয়ে ৫০০ গ্রাম হেরোইনসহ মহুবুলকে আটক করে র্যাব-৫। এ ঘটনায় র্যাবের উপপরিদর্শক মাহবুদুল হাসান মহুবুলকে আসামি করে সদর থানায় মামলা করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার পরিদর্শক জাহিদুল ইসলাম ১১ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালতে ৯ জনের সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক উপস্থাপন শেষে সোমবার দুপুরে আসামির অনুপস্থিতিতে রায় দেন।