চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে এক ঘণ্টার ব্যবধানে হাসপাতালে দুই হাজতির মৃত্যুর ঘটনা ঘটেছে।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের চিকিৎসক সোমবার ভোরে তাদের মৃত ঘোষণা করেন।
ওই দুজন হলেন চন্দনাইশের ধোপাছড়ি ইউনিয়নের ৫৪ বছরের মো. রফিক উদ্দিন ও হাছনদণ্ডি এলাকার ৩৪ বছরের মো. বাবুল মিয়া।
নিউজবাংলাকে এসব তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রাম কারা কর্মকর্তা দেওয়ান মোহাম্মদ তরিকুল ইসলাম।
পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান নিউজবাংলাকে জানান, সোমবার ভোর সাড়ে ৫টার দিকে বুকে ব্যথা অনুভূত হলে রফিক উদ্দিনকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এরপর ভোর সাড়ে ৬টার দিকে বাবুল মিয়াকেও বুকে ব্যথার কারণে হাসপাতালে নিলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
কারা কর্মকর্তা তরিকুল ইসলাম জানান, রফিক উদ্দিন কারাগারে আসেন ২৭ মার্চ, তিনি হালদা ওয়ার্ডে ছিলেন। আর বাবুল মিয়া ২০২১ সালের নভেম্বর থেকে মাদক মামলায় কারাগারে আছেন। তারা দুজনেই রোববার ভোরে কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাদের হাসপাতালে নেয়া হয়।