রাজধানীর চকবাজার আশিক টাওয়ারের পাশে টিনের গোডাউনে আগুন নিয়ন্ত্রণে এনেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ জানায়, রোববার রাত ১১টা ৩৮ মিনিটে আগুন লাগার খবর পেয়েছেন তারা। ছয়টি ইউনিট চেষ্টা চালিয়ে রাত সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার দেওয়ান আজাদ নিউজবাংলাকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, পুরান ঢাকার চকবাজারের আশিক টাওয়ারের পাশে একটি টিনের গোডাউনে সাড়ে ১১টার দিকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে সেই আগুন ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাইয়ূম জানান, গোডাউনটিতে কোনো লোকজন থাকে না, এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।