বাসের হেলপারকে মারধরের অভিযোগে ঢাকা-পঞ্চগড় মহাসড়ক অবরোধ করেছেন শ্রমিকরা। মহাসড়কে শত শত পরিবহন আটকা পড়েছে।
রোববার বিকেল সাড়ে ৪টার দিকে পঞ্চগড় শহরের তেঁতুলিয়া বাসস্ট্যান্ডে অবস্থান নিয়ে মহাসড়কে যান চলাচল বন্ধ করে দেন পরিবহন শ্রমিকরা।
পঞ্চগড় মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আকবর আলী জানান, শহরের জগদল এলাকায় একদল অটো চার্জার চালক তেঁতুলিয়া থেকে পঞ্চগড়গামী একটি যাত্রীবাহী বাসের হেলপারকে মারধর করেন। এ ঘটনায় পরিবহন শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেন। উদ্ভূত সংকট নিরসনের চেষ্টা চলছে।
স্থানীয়রা জানান, ইফতারের আগে অবরোধে মহাসড়কে আটকে গেছে শত শত গাড়ি। এতে কয়েক হাজার যাত্রী দুর্ভোগে পড়েন। প্রথম রোজার ইফতার রাস্তায় দাঁড়িয়ে সেরে নেন অনেকে।
বিকেল থেকে মহাসড়কে শত শত পরিবহন আটকা পড়ে। প্রশাসনের পক্ষ থেকে অবরোধ তুলে নেয়ার প্রচেষ্টা চলছে। পঞ্চগড় শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে প্রশাসনের আলোচনা অব্যাহত রয়েছে।