নিউজবাংলা টোয়েন্টিফোর ডটকমে শনিবার ‘ছাত্রলীগ নেতাদের গাড়িতে ফেনসিডিল পাওয়ার অভিযোগ’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন ছাত্রলীগের কেন্দ্রীয় সহসভাপতি জিয়াসমিন শান্তা। তার প্রতিবাদলিপি হুবহু এবং প্রতিবেদকের বক্তব্য তুলে ধরা হলো।
জিয়াসমিন শান্তা তার প্রতিবাদলিপিতে প্রকাশিত সংবাদকে ‘অসত্য’ দাবি করে বলেন (বাক্য ও বানান অপরিবর্তিত), ‘গত ৩১/০৩/২০২২ তারিখে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা ছাত্রলীগের সম্মেলনের উদ্দেশ্যে আনুমানিক ১০ ঘটিকায় ঢাকা থেকে রওনা হয়ে সম্পূর্ণ গাড়িবহর যোগে আনুমানিক ৪ ঘটিকায় সম্মেলনস্থলে পৌঁছাই। সম্মেলন শেষ করে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়া আনুমানিক ভোর চারটায় ঢাকায় নিজ বাসস্থানে এসে পৌঁছাই। ০২ মার্চ ২০২২ উপরিউক্ত প্রকাশিত খবরের সাথে আমার সম্পৃক্ততার কোনো প্রকার তথ্যপ্রমান ও ভিত্তি নেই। ভুলবশত বা উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার নাম উল্লেখ করে যে সংবাদ প্রকাশ করা হয়েছে আমি তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি।’
প্রতিবেদকের বক্তব্য
প্রকাশিত সংবাদে তথ্যের উৎস এবং অভিযোগ ওঠা সবার বক্তব্য নেয়ার চেষ্টা করেছে নিউজবাংলা। তাদের কেউ কেউ ফোন রিসিভ করেননি। তবে জিয়াসমিন শান্তার বক্তব্য পাওয়া যায় এবং সেটি প্রতিবেদনে যুক্ত করা হয়েছে।
মামলার এজাহারে পাওয়া যায় কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা এম সাজ্জাদ হোসেনের নাম। নিউজবাংলা প্রতিবেদক বিষয়টি নিয়ে সাজ্জাদ হোসেনের সঙ্গে কথা বললে তিনি স্বীকার করেন তার গাড়িটিতে ছিলেন জিয়াসমিন শান্তা।
অবশ্য শান্তার দাবি ছিল, ব্রাহ্মণবাড়িয়া যাওয়া এবং আসার পথে তার গাড়ি আটক করা হয়নি। তিনি মামলায় যে কপি সংগ্রহ করেছেন সেখানে সাক্ষী হিসেবেও তার নাম নেই।
শান্তার এই বক্তব্য প্রতিবেদনে যুক্ত করা হয়েছে। ঘটনাটির ক্ষেত্রে কোনো তথ্যই প্রতিবেদকের ব্যক্তিগত মন্তব্য আকারে আসেনি। তথ্যের যথাযথ উৎস ও দায়িত্বশীল কর্তৃপক্ষের কাছ থেকে যাচাই করেই তা সংবাদে উল্লেখ করা হয়েছে।