রাজধানীর ধানমন্ডির তিন নাম্বার রোডে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের অপরাধ বিষয়ক প্রতিবেদক মাসুদুর রহমানের ওপর হামলা চালানোর অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ।
সাদউল্লাহ নামে ওই ব্যক্তি নিজেকে সেনাবাহিনীর মেজর হিসেবে পরিচয় দিয়েছিলেন। তবে পুলিশ জানিয়েছে, তার মেজর পরিচয় ভুয়া।
শুক্রবার বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে বলে জানান ভুক্তভোগী সাংবাদিক মাসুদুর রহমান।
তিনি বলেন, ‘ধানমন্ডিতে মোটরসাইকেলে আমার নিজের সাইড দিয়ে যাওয়ার সময় প্রাডো গাড়ি আমার দিকে চাপতে থাকে। আমি সরে না গিয়ে নিজের সাইডে থাকায় গাড়ি থেকে বের হয়ে মেজর পরিচয় দিয়ে আমার ওপর আক্রমণ চালায়। তার হাতে ছিল একটি ওয়াকিটকি। ছবি তোলার সময় সেটি লুকিয়ে রাখে।’
মাসুদুর রহমান বলেন, ‘এ ঘটনায় ধানমন্ডি থানা পুলিশের একটি টহল টিম ভুয়া মেজর পরিচয় দেয়া সাদউল্লাহকে আটক করে থানায় নিয়েছে। থানার ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদ করবেন। আমিও থানায় রয়েছি।’
এ ঘটনায় আইনি ব্যবস্থা নিবেন বলে জানিয়েছেন তিনি।
এ বিষয়ে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম আলী মিয়া বলেন, ‘হামলাকারী মেজর নন। তিনি ব্যবসায়ী।’
সাদউল্লাহর হাতে ওয়াকিটকি থাকার বিষয়ে জানতে চাইলে ওসি বলেন, ‘আমি থানার বাইরে আছি। থানায় গিয়ে বিষয়টি নিয়ে দেখব।’