বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মায়ের নামে মসজিদ বানালেন নায়িকা রোজিনা

  •    
  • ১ এপ্রিল, ২০২২ ১৯:১২

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী রোজিনা বলেন, ‘জন্মভূমির কথা আমার সব সময় মনে পড়ে। ব্যস্ততার কারণে গোয়ালন্দে তেমন আসা হয় না। আমার অনুভূতিজুড়ে এই জন্মভূমি। এ অনুভূতি থেকেই বাড়ির সামনে মায়ের নামে মসজিদ নির্মাণ করেছি।’

রাজবাড়ীর গোয়ালন্দে তুরস্কের নকশায় মায়ের নামে ‘দশ গম্বুজ খাদিজা জামে মসজিদ’ নির্মাণ করেছেন আশির দশকের জনপ্রিয় চিত্রনায়িকা রোজিনা।

গোয়ালন্দ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে নির্মাণকাজ শেষে শুক্রবার জুমার নামাজ আদায়ের মধ্য দিয়ে দৃষ্টিনন্দন এ মসজিদের উদ্বোধন করা হয়।

পৌনে ২ কোটি টাকা ব্যয়ে মসজিদটি নির্মাণে টানা দুই বছর লেগেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদ সদস্য কাজী কেরামত আলী, চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, গোয়ালন্দ উপজেলা চেয়ারম্যান মোস্তফা মুন্সি, উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুল হক খান মামুন, পৌর মেয়র নজরুল ইসলাম মণ্ডল।

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী রোজিনা বলেন, ‘জন্মভূমির কথা আমার সব সময় মনে পড়ে। ব্যস্ততার কারণে গোয়ালন্দে তেমন আসা হয় না। আমার অনুভূতিজুড়ে এই জন্মভূমি। এ অনুভূতি থেকেই বাড়ির সামনে মায়ের নামে মসজিদ নির্মাণ করেছি।’

তিনি আরও বলেন, ‘এখানে একটি চক্ষু হাসপাতাল করার চিন্তা আছে। সবার সহযোগিতা পেলে কাজ শুরু করব।’

১৯৭৭ সালে ‘আয়না’ ছবিতে ছোট একটি চরিত্রে শায়লা নাম নিয়ে প্রথম দর্শকের সামনে আসেন রোজিনা। এরপর ‘রাজমহল’ ছবিতে নায়িকা হিসেবে তার অভিষেক। ১৯৭৮ সালে মুক্তি পাওয়া ছবিটি সে সময় সুপার হিট করায় রোজিনাকে আর ফিরে তাকাতে হয়নি। পুরো আশির দশকে রোজিনা ছিলেন ঢালিউডের অন্যতম জনপ্রিয় নায়িকা।

এ বিভাগের আরো খবর