চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় কোনো করোনা রোগী শনাক্ত হয়নি। একই সময়ে কোনো মৃত্যুর ঘটনাও নেই।
বৃহস্পতিবার জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ১১টি এবং কক্সবাজারের একটি ল্যাবে মোট ৩৭২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এসব নমুনার কোনোটিতেই করোনার উপস্থিতি পাওয়া যায়নি। এই সময়ে করোনায় কারো মৃত্যুও হয়নি।
চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ২০২০ সালের ৩ এপ্রিল। এখন পর্যন্ত চট্টগ্রামে ১ লাখ ২৬ হাজার ৬২৬ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ৯২ হাজার ৯০ জন চট্টগ্রাম মহানগরের এবং বাকি ৩৪ হাজার ৫৩৬ জন উপজেলার বাসিন্দা।
চট্টগ্রামে করোনায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটে ৯ এপ্রিল। এরপর চট্টগ্রামে এই ভাইরাসের আক্রমণে মারা গেছেন ১ হাজার ৩৬২ জন। তাদের মধ্যে ৭৩৪ জন মহানগর এবং ৬২৮ জন জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা।
আগের দিন বুধবার জেলার ১৩টি ল্যাবে ৩২২টি নমুনা পরীক্ষা করে একজনের শরীরে ভাইরাসটি ধরা পড়ে।
চট্টগ্রামে ২০২০ সালের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এর প্রায় ২ বছর পর তৃতীয়বারের মতো করোনায় শনাক্তহীন দিন দেখল চট্টগ্রাম। এর আগে ২০২১ সালের ২১ নভেম্বর এবং ৪ ডিসেম্বর করোনা আক্রান্তশূন্য দিন দেখেছিল চট্টগ্রাম।