বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

রমজানে বাড়বে না দাম, মিলছে উপহারও

  •    
  • ৩০ মার্চ, ২০২২ ১৮:৩১

মিন্টুর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ক্রেতারা। রুবেল নামে এক ক্রেতা বলেন, ‘দেড় শ টাকা দিয়ে একটি কিবোর্ড কিনে দেখি দোকানদার মিন্টু ভাই একটি কলম গিফট করলেন। জিজ্ঞেস করলে বললেন, রমজানের উপহার। শুনে খুব আনন্দ পেলাম।’

রমজান মাসে দাম না বাড়ানোর ঘোষণা দিয়ে প্রত্যেক পণ্যের সঙ্গে উল্টো একটি করে উপহারও দিচ্ছেন টাঙ্গাইলের ভূঞাপুর পৌর শহরের ব্যবসায়ী মো. আতোয়ার রহমান তালুকদার মিন্টু।

‘জনতা কম্পিউটার অ্যান্ড মাল্টিস্টোর’-এর মালিক মিন্টুর ব্যতিক্রমী এই উদ্যোগ স্থানীয়দের মাঝে বেশ সাড়া ফেলেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি এখন ভাইরাল হয়ে গেছে।

সরেজমিন দেখা গেছে, রমজান মাসে কোনো পণ্যের দাম না বাড়ানোর ঘোষণাসহ একটি বিজ্ঞপ্তিও টাঙানো হয়েছে মিন্টুর ব্যবসাপ্রতিষ্ঠানে।

‘রমজান মাসে দাম বৃদ্ধি নয়’ শিরোনামে ওই বিজ্ঞপ্তিতে লেখা আছে, ‘১০ টাকার পণ্য থেকে প্রতি ক্রেতার জন্য গিফট রমজান মাসজুড়ে’।

মিন্টুর ব্যবসাপ্রতিষ্ঠানেও টাঙানো হয়েছে রমজানে কোনো পণ্যের দাম না বাড়ানোর ঘোষণাসহ একটি বিজ্ঞপ্তিও

মিন্টুর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ক্রেতারা। রুবেল নামে এক ক্রেতা বলেন, ‘দেড় শ টাকা দিয়ে একটি কিবোর্ড কিনে দেখি দোকানদার মিন্টু ভাই একটি কলম গিফট করলেন। জিজ্ঞেস করলে বললেন, রমজানের উপহার। শুনে খুব আনন্দ পেলাম।’

সোহাগ নামে আরেকজন বলেন, ‘১৫ টাকার কাগজ কিনেছি। দোকানদার মিন্টু ভাই এর সঙ্গে একটি শ্যাম্পুও দিলেন। উপহার পেয়ে বললাম, ভাই, জিনিস কিনলাম ১৫ টাকার, তবুও উপহার! মিন্টু ভাই জানালেন, এটা তার প্রতিবাদ। সবকিছুর দাম বেড়ে যাওয়ায় উপহার দিয়েই তিনি প্রতিবাদ জানাচ্ছেন।’

ভূয়াপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইনসান আলী বলেন, একটি টিস্যু বক্স কিনেছিলাম মিন্টু মিয়ার দোকান থেকে। এর সঙ্গে একটি কলমও পেলাম। পরে তাকে বললাম, বেশি টাকার জিনিস কিনলে কি বেশি টাকার উপহার পাওয়া যাবে? উত্তরে মিন্টু বলল, কিনে দেখেন। পরে আমি একটি রাইস কুকার কিনলে এর সঙ্গে একটি মেরিল সাবান উপহার পেলাম।’

এ বিষয়ে আতোয়ার রহমান মিন্টু বলেন, ‘দ্রব্যমূল্য বেপরোয়া গতিতে বেড়েই চলেছে, যা নিম্ন আয়ের মানুষের ক্রয়ক্ষমতার বাইরে। আর রমজান মাসে এই দাম রাতারাতি আরও বেড়ে যায়। এ জন্য সাধারণ মানুষের কথা চিন্তা করে জনতা কম্পিউটার অ্যান্ড মাল্টিস্টোর থেকে ১০ টাকার ওপরে যেকোনো পণ্য কিনলেই উপহার দেয়া হচ্ছে। এই উদ্যোগ রমজান মাসজুড়ে চলবে।’

এ বিভাগের আরো খবর