পটুয়াখালীর মির্জাগঞ্জে পৌঁছে গেল রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’। বুধবার জেলাটির মির্জাগঞ্জের নান্নু শপিং কমপ্লেক্সে স্বপ্নের নতুন আউটলেট যাত্রা শুরু করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুফি মোতাহের হোসেন, বিশেষ অতিথি ছিলেন বিনিয়োগকারী শাহবুদ্দিন নান্নু।
এ সময় মির্জাগঞ্জ উপজেলার আওয়ামী লীগের সহসভাপতি ইসমাইল হোসেন মৃধা, বাজার বণিক সমিতির সভাপতি মাওলানা ফরিদ উদ্দিন, ব্যবসায়ী বাহউদ্দিন ব্যাপারী, স্বপ্নের হেড অফ বিজনেস এক্সপানশন মো. শামছুজ্জামানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠানটির এক্সপানশন বিভাগের পরিচালক সামসুদ্দোহা শিমুল বলেন, ‘আমরা আশা করছি, স্বাস্থ্যসম্মত এবং নিরাপদ পরিবেশে এখানকার মানুষ স্বপ্নতে নিয়মিত বাজার করবেন। স্থানীয়দের চাহিদার কথা মাথায় রেখে পণ্য রাখা হয়েছে এ আউটলেটে।’
আউটলেটের উদ্বোধন উপলক্ষে গ্রাহকদের জন্য মাসব্যাপী আকর্ষণীয় অফার রেখেছে স্বপ্ন। থাকছে হোম ডেলিভারি সেবা। ০১৯৩৬-০০৪১৫১ এই নম্বরে যোগাযোগ করে হোম ডেলিভারি নেয়া যাবে।