গোদাগাড়ীতে দুই সাঁওতাল কৃষকের ‘আত্মহত্যা’য় প্ররোচনাকারীর শাস্তির দাবি জানিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মানববন্ধন হয়েছে।বুধবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এই কর্মসূচি পালিত হয়।মানববন্ধনে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট রাবি শাখার আহ্বায়ক রিদম শাহরিয়ারের সঞ্চালনায় ফোকলোর বিভাগের সহকারী অধ্যাপক আমিরুল ইসলাম কনক, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের মজিবুর রহমান, রাজশাহী নিউ ডিগ্ৰি কলেজের শিক্ষার্থী মার্ক বাস্কে, রাবি শিক্ষার্থী ধনেশ টুডু, বিজয় চাকমা, ফরিদা ইয়াসমিন, বিপ্লবী ছাত্রমৈত্রী রাবি শাখার আহ্বায়ক রনজু হাসানসহ রাজশাহীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অর্ধশতাধিক শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।মানববন্ধনে সহযোগী অধ্যাপক আমিরুল ইসলাম কনক বলেন, ‘দুই কৃষকের মৃত্যু একটি কাঠামোগত হত্যা। আমরা আগে পানি ব্যবস্থাপনার সুষ্ঠু সমাধান চাই ও পলাতক আসামি সাখওয়াত হোসেনকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানাই।’মানববন্ধনে রাবি শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি শাকিলা খাতুন বলেন, স্থানীয় এক আওয়ামী লীগ নেতার প্ররোচনায় তারা আত্মহত্যা করেছেন। সেচের দায়িত্বে ছিলেন ওই আওয়ামী লীগ নেতা। তিনি তার ক্ষমতার প্রভাব খাটিয়েছেন।গত ২৩ মার্চ রাজশাহীর গোদাগাড়ী উপজেলার নিমঘুটু গ্রামের দুই সাঁওতাল কৃষক অভিনাথ মার্ডি ও রবি মার্ডি ‘বিষপান’ করেন। পরিবারের অভিযোগ, সেচের পানি চেয়ে না পাওয়ার কারণে তারা আত্মঘাতী হয়েছেন। এ ঘটনায় দুটি মামলা হয়েছে। তবে এখন আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
রাবিতে সাঁওতাল কৃষক ‘আত্মহত্যা’য় প্ররোচনাকারীর শাস্তি দাবি
সহযোগী অধ্যাপক আমিরুল ইসলাম কনক বলেন, ‘দুই কৃষকের মৃত্যু একটি কাঠামোগত হত্যা। আমরা আগে পানি ব্যবস্থাপনার সুষ্ঠু সমাধান চাই ও পলাতক আসামি সাখওয়াত হোসেনকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানাই।’
-
ট্যাগ:
- কৃষকের আত্মহত্যা
এ বিভাগের আরো খবর/p>