ঝিনাইদহে দুই শ্রমিক নেতাকে মারধরের প্রতিবাদে সড়ক অবরোধ করেছেন শ্রমিকরা। আড়াই ঘণ্টা পর অবরোধ তুলে নেন তারা।
মারধরের শিকার জেলা বাস-মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ওলিয়ার রহমান জানান, মঙ্গলবার দুপুরে পরিবহন শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিত কমিটি বিজয়র্যালির প্রস্তুতি নেয়া হচ্ছিল। এ সময় শহরে আরাপপুরে নব-নির্বাচিত সহসভাপতি আমির ফয়সাল মহব্বতের সঙ্গে আবু সাঈদ নামের এক স্বেচ্ছাসেবক লীগ নেতার বাকবিতণ্ডা হয়।
তিনি জানান, এক পর্যায়ে মতব্বতকে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। এতে বাধা দিলে তাকে ও মহব্বতকে মারধর করা হয়। এরই প্রতিবাদে দুপুর দেড়টা থেকে শ্রমিকরা সড়কে যান চলাচল বন্ধ করে বিক্ষোভ করতে থাকে। এতে বন্ধ হয়ে যায় ঝিনাইদহ থেকে কুষ্টিয়া, মাগুরা, যশোর ও চুয়াডাঙ্গা রুটের যানচলাচল। এতে ভোগান্তীতে পড়ে যাত্রীসহ চালকরা।
এ ঘটনায় আবু সাঈদের মোবাইলে ফোনে একাধিক কল করা হলেও বন্ধ পাওয়া যায়।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা বলেন, ‘আমরা শ্রমিক নেতাদের সঙ্গে কথা বলছি। অভিযুক্তদের গ্রেপ্তারের আশ্বাস দিলে শ্রমিকরা বিকেল ৪টার দিকে অবরোধ তুলে নেন।’