বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

দুই কৃষকের ‘আত্মহত্যা’ তদন্তে মন্ত্রণালয়ের কমিটি

  •    
  • ২৯ মার্চ, ২০২২ ১২:৫৫

মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে তদন্ত কমিটির প্রধান করা হয়েছে কৃষি মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. আবু জুবাইর হোসেন বাবলুকে। আগামী সাত কর্মদিবসের মধ্যে কমিটি বিস্তারিত প্রতিবেদন জমা করবে।

সেচের পানি না পেয়ে দুই কৃষকের আত্মহত্যার ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে কৃষি মন্ত্রনালয়।

মঙ্গলবার মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

কমিটির প্রধান করা হয়েছে মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. আবু জুবাইর হোসেন বাবলুকে। কমিটির অন্য সদস্যরা হলেন রাজশাহীর জেলা প্রশাসক, বিএডিসির (নাটোর) নির্বাহী প্রকৌশলী (ক্ষুদ্রসেচ) মো. সাজ্জাদ হোসেন এবং বিএমডিএর (নওগাঁ) নির্বাহী প্রকৌশলী মো. সমশের আলী।

আগামী সাত কর্মদিবসের মধ্যে কমিটি বিস্তারিত প্রতিবেদন জমা করবে।

রাজশাহীর গোদাগাড়ীতে ‘বিষপানে’ দুই সাঁওতাল কৃষকের মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়। পরিবারের পক্ষ থেকে সেচের জন্য নলকূপের পানি না পাওয়ায় আত্মহত্যার দাবি করা হলেও পুরো বিষয়টি তদন্ত করে দেখতে পুলিশ কাজ করছে।

নেপথ্যে অন্য কোনো কারণ আছে কি না তা খতিয়ে দেখছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। একইসঙ্গে দুই কৃষকের মৃত্যুর পেছনে নলকূপ অপারেটর সাখাওয়াতের কোনো ভূমিকা আছে কী না তা তদন্ত করছে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ)।

গোদাগাড়ীর দেওপাড়া ইউনিয়নের নিমঘুটু গ্রামের বাসিন্দা দুই কৃষক অভিনাথ মারাণ্ডি ও রবি মারাণ্ডি বুধবার সন্ধ্যায় অসুস্থ হয়ে পড়েন। এর পরপরই মারা যান অভিনাথ। আর রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে শুক্রবার রাত ৮টার দিকে মারা যান তার চাচাতো ভাই রবি।

অভিনাথের পরিবারের দাবি, জমিতে সেচ দিতে না পারার কারণেই তিনি ক্ষোভে-দুঃখে বিষপান করেন।

তবে বিষপানই এ দুজনের মৃত্যুর কারণ কি না তা নিশ্চিত হওয়া যাবে ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর। অভিনাথের মরদেহের ময়নাতদন্ত হয়েছে বৃহস্পতিবার। আর রবির মরদেহের ময়নাতদন্ত হয় শনিবার।

অভিনাথের পরিবারের দাবি, অনেক ঘুরেও গভীর নলকূপ থেকে সেচের পানি পাচ্ছিলেন না তারা। তাই ক্ষোভে গত বুধবার সন্ধ্যার দিকে ওই নলকূপের সামনেই দুজনে বিষপান করেন।

আমরা অসুস্থ রবি মারান্ডির কাছ থেকে ভালো কিছু তথ্য পাব বলে আশা করছিলাম। বুধবার রাতে হাসপাতালে ভর্তির পর তিনি আসলে সুনির্দিষ্ট তথ্য দিতে পারেননি। তার কথাগুলো ছিল অসংলগ্ন। কোনো কথা বোঝা যাচ্ছিল, আবার কোনোটি ছিল অস্পষ্ট।

এ ঘটনায় গভীর নলকূপের অপারেটর সাখাওয়াত হোসেনকে আসামি করে আত্মহত্যায় প্ররোচনার মামলা করেছেন অভিনাথের স্ত্রী রোজিনা হেমব্রম। সাখাওয়াত দেওপাড়া ইউনিয়নের কৃষক লীগ নেতা।

গোদাগাড়ী থানা পুলিশ বিষয়টি তদন্ত করলেও রাজশাহী জেলা পুলিশের সিনিয়র কর্মকর্তারা তদারকিতে রয়েছেন।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম নিউজবাংলাকে বলেন, ‘বিষয়টিকে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করেই তদন্ত করছে পুলিশ। এখানে অনেক প্রশ্নের উত্তর খোঁজা হচ্ছে।

হাসপাতালে ভর্তির পর রবি নিজেই বলেছিলেন যে তিনি বিষপান করেছেন। সে কারণে পরীক্ষা করে বিষয়টি নিশ্চিত করা হয়নি। তাকে বিষপানের চিকিৎসাই দেয়া হচ্ছিল।

রবির মৃত্যুর বিষয়ে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক শামীম ইয়াজদানী বলেন, “রবি হাসপাতালের ১৬ নম্বর ওয়ার্ডে ছিলেন। শুক্রবার রাত ৮টার দিকে তার মৃত্যু হয়। মৃত্যুর কারণ সম্পর্কে ডেথ সার্টিফিকেটে ‘পয়জনিং’ উল্লেখ করা হয়েছে।”

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম বলেন, ‘অনেক দিক নিয়েই পুলিশ কাজ করছে। ঘটনাটিকে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করেই তদন্ত করা হচ্ছে।’

প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক আব্দুর রশীদ বলেন, ‘বিএমডিএ গোদাগাড়ীর সহকারী প্রকৌশলী রফিকুল ইসলামকে ঘটনা তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে। তদন্তে অপারেটরের কোনো অনিয়ম পাওয়া গেলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’

এ বিভাগের আরো খবর