নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বাড়ির সামনে বিস্ফোরণ হয়েছে। তবে কেউ হতাহত হয়নি।
পুলিশ বলছে, পটকা বা ককটেল জাতীয় কিছুর বিস্ফোরণ ঘটানো হয়েছে।
বসুরহাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বড় রাজাপুর গ্রামে বসুরহাট-দাগনভূঁইয়া সড়কে সোমবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রোমন নিউজবাংলাকে বলেন, ‘মন্ত্রীর বাড়ির সামনের সড়কে একটি পটকা অথবা ককটেল ছোড়া হয়। তবে কারা করেছে তা নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’
এর আগেও একাধিকবার ওবায়দুল কাদেরের বাড়ির সামনে ককটেল বিস্ফোরিত হয়। তবে কোনোবারই কেউ হতাহত হয়নি।