প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন সৈকত থেকে বেওয়ারিশ কুকুর টেকনাফে সরানো হয়েছে।
কুকুরগুলোকে সোমবার সকালে টেকনাফের উপকূলীয় বিভিন্ন এলাকায় ছেড়ে দেয়া হয়। উপজেলা পরিষদের স্বেচ্ছাসেবক দলের নজরদারিতে থাকবে এসব কুকুর।
নিউজবাংলাকে তথ্য নিশ্চিত করেছেন টেকনাফের বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজ চৌধুরী।
তিনি জানান, বেশ কিছুদিন ধরেই সেন্ট মার্টিনে বেওয়ারিশ কুকুরের সংখ্যা বেড়ে যায়। ডিম পাড়তে আসা কচ্ছপের ওপর ঝাঁপিয়ে পড়ছিল এরা। ফলে ডিম ভাঙার পাশাপাশি অনেক সময় মারা পড়ে মা কচ্ছপও।
এ ছাড়া দ্বীপে ভ্রমণে যাওয়া পর্যটকরাও ছিলেন কুকুর আতঙ্কে। এসব কারণে কুকুরগুলো সেখান থেকে সরিয়ে নেয়া হয়েছে।
এর আগে উপজেলা প্রশাসনের সিদ্ধান্ত অনুসারে রোববার বিকেলে সেন্ট মার্টিন সৈকত থেকে কুকুর পুনর্বাসনের কার্যক্রম উদ্বোধন করেন ইউএনও পারভেজ চৌধুরী।
উপজেলা পরিষদ ও প্রাণিসম্পদ দপ্তরের সহায়তায় এ কার্যক্রমে উপস্থিত ছিলেন সদ্য যোগ দেয়া ইউএনও কাইছার খসরু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. টিটু চন্দ্র শীল, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মুহিব উল্লাহ, এমওডিসি ডা. প্রণয় রুদ্র, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান ও ইউপি সদস্য খোরশেদ আলম।
ইউএনও পারভেজ চৌধুরী বলেন, ‘কুকুরগুলোকে সেন্ট মার্টিন থেকে টেকনাফের মূল ভূখণ্ডের সাবরাং, শাহপরীর দ্বীপ, ঘোলারচর, বাহারছড়াসহ উপজেলার বিভিন্ন জায়গায় পুনর্বাসন করা হয়েছে। উপজেলা পরিষদ থেকে খাবারের ব্যবস্থাও করা হবে।’