মানিকগঞ্জে আলাদা সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীসহ দুজন নিহত হয়েছেন।
সদর উপজেলার জাগির ও বেতিলা মিতরা এলাকায় সোমবার সকাল ১০টার দিকে এসব দুর্ঘটনা ঘটে।
নিহতদের একজন মোটরসাইকেলচালক ১৮ বছরের ফিরোজ আহমেদ। তিনি সদর উপজেলার বেতিলা মিতরা ইউনিয়নের মুজিবুর রহমানের ছেলে। স্থানীয় নবারুন উচ্চ বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নেয়ার কথা ছিল তার।
অন্যজন একই উপজেলার জাগির ইউনিয়নের গোলড়া চরখণ্ড এলাকার আব্দুল আলীর ছেলে ২৫ বছরের মাহিম রহমান।
নিউজবাংলাকে এসব তথ্য নিশ্চিত করেছেন মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ সরকার।
তিনি জানান, সকালে সদরের বেতিলা মিতরা ইউনিয়নের অরঙ্গবাদ এলাকায় সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে চালক ফিরোজ আহমেদ নিহত হন। মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় সদর থানায় মামলা প্রক্রিয়াধীন।
এ ছাড়া সকালে ঢাকা-আরিচা মহাসড়কের জাগির এলাকায় দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় একটি বাস মাহিম রহমানকে চাপা দিয়ে চলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় গোলড়গা হাইওয়ে থানায় মামলা প্রক্রিয়াধীন। দুর্ঘটনার পর চালক ও হেলপার পালিয়েছেন বলে জানান তিনি।