রাজধানীর বাড্ডায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ রেখা আক্তার নামের একজনের মৃত্যু হয়েছে।
সোমবার ভোর ৫টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ৩৫ বছর বয়সী এই নারীর মৃত্যু হয়। এর আগে ২৩ মার্চ এ ঘটনায় দগ্ধ তার স্বামী ৩৮ বছর বয়সী সাইদ হাসানও মারা যান।
ঢাকা মেডিক্যাল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া নিউজবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক এস এম আইউব হোসেন জানান, রেখার ৩০ শতাংশ ও সাইদের শরীরের ৯৮ শতাংশ দগ্ধ হয়েছিল। ১১ শতাংশ দগ্ধ নিয়ে মেয়ে সাফা ও ২৫ শতাংশ দগ্ধ নিয়ে ছেলে সাফিয়ান ভর্তি আছে। তদের অবস্থাও আশঙ্কাজনক।
গত ২৩ মার্চ ভোর পৌনে ৪টার দিকে বাড্ডা বেরাইদ পূর্বপাড়া এলাকার একটি তৃতীয় তলা বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় এই চারজন দগ্ধ হন। তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
দগ্ধ হয়ে মারা যাওয়া আবু সাইদের ভাতিজা মো. রাজিব জানান, তিনতলা বাড়িটি সাইদের নিজের। পরিবার নিয়ে তৃতীয় তলাতে থাকতেন তিনি। রাতে তারা ঘুমিয়েছিলেন। তখনই হঠাৎ রান্নাঘর থেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়।
তিনি জানান, পরে আশপাশের লোকজন ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নেভায়। এরপর দগ্ধদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।