জয়পুরহাটের পাঁচবিবিতে পিকআপ ভ্যানের চাপায় এক পশু চিকিৎসক নিহত হয়েছেন।
জয়পুরহাট-হিলি সড়কের রামচন্দ্রপুর এলাকায় রোববার রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
সোমবার সকালে নিউজবাংলাকে তথ্য নিশ্চিত করেছেন পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব।
নিহত মশিউর রহমান পাঁচবিবি উপজেলার দক্ষিণ ধরঞ্জি গ্রামের মিজানুর রহমানের ছেলে।
স্থানীয়দের বরাতে ওসি জানান, মশিউর রহমান রামচন্দ্রপুর গ্রামে গরুর চিকিৎসা শেষে মোটরসাইকেলে করে রাতে পাঁচবিবি পৌর এলাকায় ফিরছিলেন। ঘটনাস্থলে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা পিকআপ ভ্যান তার মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি বলেন, ‘আজ বেলা ১১টার দিকে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় অপমৃত্যুর মামলা হয়েছে।’