রাজধানীর মোহাম্মদপুরের শিয়া মসজিদ এলাকার একটি রেস্টুরেন্টে গ্যাস লিকেজ থেকে আগুনে পাঁচজন দগ্ধ হয়েছেন।
রোববার বিকেল সাড়ে ৪টার দিকে নবাবী ভোজ নামের রেস্টুরেন্টটিতে এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন- মো. আমিনুল ইসলাম, মো. হৃদয়, মো. সাইফুল ইসলাম, মো. রাব্বি ও মো. মিন্টু।
পাঁচজনকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেয়া হয়েছে।
নবাবী ভোজের নির্বাহী পরিচালক বিপু চৌধুরী জানান, দগ্ধরা সবাই তাদের স্টাফ। খাবার গরম করতে গিয়ে গ্যাসের চুলার লিকেজ থেকে আগুন ধরে তারা দগ্ধ হন। পরে তাদের পাঁচজনকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন এস এম আইউব হোসেন জানান, মোহাম্মদপুরে একটি রেস্টুরেন্টে দগ্ধ হয়ে পাঁচজন এখানে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে আমিনুলের শরীরের ১৮ শতাংশ, মিঠুর শরীরের ১৫ শতাংশ, রাব্বির শরীরের ৩৫ শতাংশ, সাইফুলের ও হৃদয়ের ২ শতাংশ করে দগ্ধ হয়েছে। আমিনুল, মিঠু ও রাব্বিকে ভর্তি করা হয়েছে। শ্বাসনালী দগ্ধ হওয়ায় তাদের অবস্থা আশঙ্কাজনক। বাকি দুইজনকে অবজারভেশনে রাখা হয়েছে।