হিজলা-মুলাদী খনিজসম্পদ আহরণে সম্ভাব্যতা যাচাইয়ে সিসমিক সার্ভের স্থান পরিদর্শন করেছে খনিজসম্পদ বিভাগ।
প্রাকৃতিক গ্যাসের অবস্থান নিশ্চিতে হিজলায় চার ধাপে অনুসন্ধান চালানোর ঘোষণা দিয়েছে সংশ্লিষ্ট এই বিভাগ।
রোববার দুপুরে হিজলার গুয়াবাড়িয়া ইউনিয়নে খনিজসম্পদের সম্ভাব্য স্থান পরিদর্শন শেষে ব্রিফ করেন খনিজসম্পদ বিভাগের সিনিয়র সচিব মো. মাহবুব হোসেন।
ইউনিয়নের চর মেমানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আলোচনা সভায় অংশ নেন তিনি।
মাহবুব হোসেন বলেন, ‘হিজলায় গ্যাস আছে। এখন সম্পদটা আমাদের খুঁজতে হবে। খনিজসম্পদ অনুসন্ধানে প্রধানমন্ত্রী পৃথিবীর সবচেয়ে আধুনিক চারটি রিগ কিনে দিয়েছেন। আমরা দক্ষ ইঞ্জিনিয়ার দিয়ে অনুসন্ধান চালাব। এখানে চারটি ধাপে অনুসন্ধানের কাজ চলবে।’
গ্যাস অনুসন্ধান চালানোর কাজে এলাকাবাসীর সহায়তা চেয়েছেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য পংকজ নাথ, উপজেলা চেয়ারম্যান বেলায়েত হোসেন ঢালী, উপজেলা নির্বাহী কর্মকর্তা বকুল চন্দ্র কবিরাজ, সার্কেল অফিসার মতিউর রহমান, পেট্রোবাংলার অ্যাডমিন আলতাফ হোসেন, বাপেক্সের এমডি মোহাম্মদ আলী, জিএম মেহেরুল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুুদ টিপু।