চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে মারধরের ঘটনা ঘটেছে।
বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারের সামনে রোববার বেলা ১টার দিকে এ ঘটনা ঘটে। মারধরে গুরুতর আহত ওই শিক্ষার্থীকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মারধরে আহত কফিল উদ্দিন সামি আইন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের ছাত্র।
সামির এক বন্ধু (নাম প্রকাশ না করার শর্তে) বলেন, ‘আমরা একসঙ্গে হেঁটে যাচ্ছিলাম। কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ ১০ থেকে ১৫ জন এসে তাকে এলোপাতাড়ি কিলঘুষি মারা শুরু করেন।
‘এরপর লোহার রড দিয়েও মারেন। আমরা ও বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল স্টাফরা এগিয়ে এলে আমাদেরকেও মারতে উদ্যত হন।’
বিশ্ববিদ্যালয় মেডিক্যাল সেন্টারের চিকিৎসক আইরিন পারভীন নিউজবাংলাকে বলেন, ‘মারধরে একজন মাথায় গুরুতর আঘাত পেয়েছেন। আমরা তার ব্লিডিং বন্ধ করে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছি।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. শহীদুল ইসলাম বলেন, ‘আমরা ঘটনা শুনেছি, তবে এখনও কোনো অভিযোগ পাইনি। পেলে ব্যবস্থা নেয়া হবে।’