গোপালগঞ্জের সদর উপজেলায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় বৃদ্ধ নিহত হয়েছেন।
ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ শহরের চেচানিয়াকান্দি এলাকায় রোববার সকাল পৌনে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ৭৫ বছরের সাহেব আলী ফকির রঘুনাথপুর ইউনিয়নের চরপাড়া গ্রামের বাসিন্দা।
নিউজবাংলাকে তথ্য নিশ্চিত করেছেন হাইওয়ে থানা পুলিশের ঘোনাপাড়া ফাঁড়ির উপপরিদর্শক নুর সলেমান।
তিনি জানান, সকালে ঘটনাস্থলে রাস্তা পারাপারের সময় অজ্ঞাত গাড়ির ধাক্কায় ওই বৃদ্ধ গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ কর্মকর্তা নুর সলেমান বলেন, ‘নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।’