রাজধানীতে পুলিশের এক সাবেক সার্জেন্টের মরদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার রাত ৩টার দিকে কাফরুলের পূর্ব শেওড়াপাড়ার নিজ বাসা থেকে কাফরুল থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
নিহতের নাম এইচ এম ফরিদ উদ্দিন। ২০১৪ সালে তিনি চাকরি থেকে অবসর নেন।
কাফরুল থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম ঘটনা নিশ্চিত করে নিউজবাংলাকে বলেন, ‘রাত ৩টার দিকে খবর পেয়ে তার বাসায় গিয়ে মেঝেতে তাকে পাই। আমরা যাওয়ার আগেই তার ছেলে ও পরিচিতরা তার গলার ফাঁস খুলে তাকে মেঝেতে শুইয়ে রাখেন বলে স্বজনরা জানিয়েছেন।’
পরিবারের সদস্যদের বরাতে পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘ফরিদ উদ্দিন মানসিক সমস্যায় ভুগছিলেন। নিয়মিত চিকিৎসা নিতেন। তিনি মাঝে মাঝে পরিচিতদের ফোন দিয়ে বলতেন, আমি মরে যাব।’
এ ঘটনায় একটা অপমৃত্যুর মামলা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’