শেরপুর পৌরসভার তাতালপুরে মোটরসাইকেল-সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে এক সেনাসদস্য নিহত হয়েছেন। নিহতের নাম হুমায়ুন কবির। তার বয়স ২২ বছর।
শনিবার বেলা দেড়টার দিকে পৌরসভার তাতালপুর বাজারে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।
দুর্ঘটনায় সেনাসদস্যের নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনসুর আহম্মেদ।
তিনি জানান, হুমায়ুন কবিরের বাড়ি শ্রীবরদী উপজেলার গরজরিপা ইউনিয়নে।
ওসি বলেন, ‘নিহত হুমায়ুন কবির একজন সেনাসদস্য। ছুটিতে তার নিজের বাড়িতে এসেছিলেন। অটোরিকশায় চারজন ছিলেন। তারা সবাই আহত হয়েছেন। সিএনজিচালিত অটোরিকশাটির সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেলটি রাস্তার পাশের ধানক্ষেতে উল্টে যায়।’
শেরপুর জেলা হাসপাতালের চিকিৎসক রাকিব আহমেদ বলেন, ‘আমাদের এখানে পাঁচজনকে আনা হয়েছিল। এর মধ্যে হুমায়ুন নামে একজনকে মৃত ঘোষণা করা হয়েছে। দুজনকে ভর্তি করা হয়েছে। আরেও দুজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।’
ওসি মুনসুর আহম্মেদ জানান, হুমায়ুন কবিরের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আইনগত ব্যবস্থা শেষ করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।