রাজধানীর শাহজাহানপুরে গুলিতে নিহত আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপুর মরদেহের ময়নাতদন্ত হয়েছে।
হত্যাকাণ্ডের পরের দিন শুক্রবার দুপুর পৌনে ২টার দিকে টিপুর ময়নাতদন্ত হয়। জানাজা শেষে আজই গ্রামের বাড়ি ফেনীতে তার দাফন হবে।
টিপুর ছোটবেলার বন্ধু মো. মিরাজ নিউজবাংলাকে বলেন, ‘টিপু আমার ছোটবেলার বন্ধু। টিপুর মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। দুপুর আড়াইটায় তার জানাজা হবে মতিঝিল এজিবি কলোনির ঈদগাহ ময়দানে।’
তিনি আরও বলেন, ‘মরদেহের দাফন হবে ফেনীতে পারিবারিক কবরস্থানে। আজকে ঢাকায় জানাজা শেষে মরদেহ নিয়ে যাওয়া হবে ফেনীতে। টিপুকে আজকেই তার পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।’
রাজধানীর শাহজাহানপুর থানার আমতলা এলাকায় বৃহস্পতিবার রাতে দুর্বৃত্তের গুলিতে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু ও কলেজছাত্রী প্রীতি নিহত হন।
এ ঘটনায় গুলিবিদ্ধ টিপুর গাড়িচালক ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাস্থল থেকে ১১টি গুলির খোসা উদ্ধার করেছে সিআইডির ক্রাইম সিন ইউনিট।
নিহত টিপু মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। তাকে হত্যার ঘটনায় মামলা করেছে পরিবার।