বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মামলা করবে না গুলিতে নিহত কলেজছাত্রীর পরিবার

  •    
  • ২৫ মার্চ, ২০২২ ১২:৫২

প্রীতির বাবা জামান উদ্দিন নিউজবাংলাকে বলেন, ‘আমার মেয়ের হত্যার ঘটনায় মামলা করব না। আমরা কোনোদিন মামলায় জড়াই নাই। আমরা সাধারণ, নিরীহ মানুষ।’ 

রাজধানীর শাহজাহানপুরে গুলিতে কলেজছাত্রী সুমাইয়া আফরিন প্রীতি নিহত হওয়ার ঘটনায় মামলা করবে না বলে জানিয়েছে তার পরিবার।

প্রীতির বাবা জামান উদ্দিন শুক্রবার নিউজবাংলাকে বিষয়টি জানিয়েছেন।

তিনি বলেন, ‘আমার মেয়ের হত্যার ঘটনায় মামলা করব না। আমরা কোনোদিন মামলায় জড়াই নাই। আমরা সাধারণ, নিরীহ মানুষ।’

জামান উদ্দিন বলেন, ‘আমি মুক্তিযোদ্ধার সন্তান। তাই সাধারণ জীবনযাপন করি। বিচার চেয়েই বা কী হবে? বাংলাদেশে তো বিচার নাই। বিচার কার কাছে চাব, বলেন?’

কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘সন্তানের কাছেই বাবার বিচার থাকে না। আর এ তো প্রশাসন। আমি নিরীহ মানুষ নিরীহভাবেই থাকতে চাই; ঝামেলায় জড়াতে চাই না। আল্লাহ আছে একজন, তিনিই দেখবেন।’

শাহজাহানপুর থানার আমতলা এলাকায় বৃহস্পতিবার রাত ১০টার দিকে দুর্বৃত্তের গুলিতে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু ও কলেজছাত্রী প্রীতি নিহত হন।

এ ঘটনায় গুলিবিদ্ধ টিপুর গাড়িচালক ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাস্থল থেকে ১১টি গুলির খোসা উদ্ধার করেছে সিআইডির ক্রাইম সিন ইউনিট।

গুলিতে নিহত টিপু মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। অপরজন ২৪ বছর বয়সী কলেজছাত্রী সুমাইয়া আফরিন প্রীতি রিকশায় করে যাওয়ার সময় গুলিবিদ্ধ হন।

আওয়ামী লীগ নেতা টিপু নিহত হওয়ার ঘটনায় মামলা করেছে তার পরিবার।

এ বিভাগের আরো খবর