দিনাজপুরের ফুলবাড়ীয়ায় হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে ২০ বছর পর ঢাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার তাকে আদালতে তোলা হবে। এর আগে বৃহস্পতিবার রাতে তাকে ফুলবাড়ী থানায় নিয়ে আসা হয়। ঢাকার ভাটারা থানা এলাকা থেকে বুধবার তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ৫৫ বছর বয়সী আনোয়ার হোসেন উপজেলার শিবনগর ইউনিয়নের রাজারামপুর ফকিরপাড়ার বাসিন্দা।
নিউজবাংলাকে তথ্য নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার ওসি আশরাফুল ইসলাম।
তিনি জানান, ২০০০ সালে ফুলবাড়ী থানায় একটি হত্যার ঘটনা ঘটে। এ ঘটনায় মামলার দুই বছর পর আসামি আনোয়ার হোসেনকে যাবজ্জীবন সাজা দেয় আদালত।
সাজা ঘোষণার পর থেকেই তিনি পলাতক ছিলেন। অবশেষে ঢাকার ভাটারা থানা পুলিশের সহায়তায় ফুলবাড়ী থানা পুলিশ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।