ফটিকছড়ির দাঁতমারায় মৌমাছির হুলে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
দাঁতমারা ইউনিয়নের তারাখোঁ গ্রামে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে এই ঘটনা ঘটে।
নিহত ৬০ বছর বয়সী মো. ওমর ফারুকের বাড়ি একই গ্রামে।
নিউজবাংলাকে তথ্য নিশ্চিত করেন স্থানীয় মাস্টার আব্দুল কাদের।
তিনি জানান, নিহত ওমর ফারুক তারাঁখো মসজিদে এশার শেষে রাত ৯টার দিকে দক্ষিণ পাশের জেবল হোসেনের বাড়িতে মধু সংগ্রহ করতে গিয়ে মৌমাছির কামড়ে গুরুতর আহত হন। তার এলার্জির সমস্যাও ছিল। স্থানীয় পল্লী চিকিৎসককে আনার পরে সাড়ে ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
দাঁতমারা পুলিশ ফাঁড়ির পরিদর্শক মনির হোসেন নিউজবাংলাকে বলেন, ‘এরকম কোনো খবর আমরা পাইনি। ওই এলাকায় খোঁজ নিয়ে জানার চেষ্টা করেছি আসলে কী হয়েছে।’