বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

যুবকের মৃত্যু নিয়ে ধোঁয়াশা, হাসপাতালে চাচাতো ভাই

  •    
  • ২৪ মার্চ, ২০২২ ১৫:৫৪

চেয়ারম্যান বেলাল উদ্দিন সোহেল বলেন, ‘মৃতের পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছে, পানি পায়নি তাই তিনি বিষ খেয়েছেন..., তবে মৃত্যুর সময় ওই যুবক বাড়িতে ছিলেন। তাকে এক অটোওয়ালা সন্ধ্যায় বাড়িতে নামিয়ে দিয়ে গেছে। পরে রাতে মৃত্যুর ঘটনা ঘটে।’

রাজশাহীর গোদাগাড়ীতে এক যুবকের মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। ওই যুবকের সঙ্গে থাকা তার চাচাতো ভাই অসুস্থ হয়ে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

পরিবারের লোকজন পুলিশকে জানিয়েছে, তারা দুজন কীটনাশক পান করেছিলেন। তবে স্থানীয়দের ধারণা, চোলাই মদ পান করে মৃত্যু হয়েছে।

উপজেলার দেওপাড়া ইউনিয়নে বুধবার রাতে এ ঘটনা ঘটে বলে গোদাগাড়ী মডেল থানার ওসি কামরুল ইসলাম ঘটনাটি নিশ্চিত করে জানান, মৃত্যুর কারণ জানতে মরদেহ ময়নাতদন্ত করা হবে।

মৃত যুবকের নাম অভিনাথ মার্ডি। তিনি দেওপাড়া ইউনিয়নের নবাই বটতলা গ্রামের বাবু চাঁদ মার্ডির ছেলে।

অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে তার চাচাতো ভাই একই এলাকার রবি মার্ডিকে।

পরিবারের বরাতে ওসি জানান, বুধবার বিকেলে ধানের জমিতে সেচ দেয়ার জন্য পাশের জমির গভীর নলকূপ থেকে পানি নিতে যায় দুই ভাই। নলকূপ অপারেটর তাদের জানান, পানি নেয়ার জন্য সিরিয়াল আছে। তাদের সিরিয়াল বৃহস্পতিবার। পানি না পেয়ে ক্ষুব্ধ হয়ে ধানের জমিতেই কীটনাশক পান করেন তারা। সন্ধ্যায় বাড়িতে ফিরে অসুস্থ হয়ে মারা যান অভিনাথ। আর রবিকে রাতে রাজশাহী মেডিক্যালে ভর্তি করা হয়।

দেওপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলাল উদ্দিন সোহেল বলেন, ‘মৃতের পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছে, পানি পায়নি তাই তিনি বিষ খেয়েছেন। এখন খরার মৌসুম, সিরিয়াল অনুযায়ী সবাই পানি পাচ্ছে। এখন জমিতে পানি বেশি লাগছে, কারণ কয়েক দিন থেকেই তাপমাত্রা ৪০-এর কাছাকাছি চলছে।

‘ড্রাইভারের (নলকূপ অপারেটর) কথা হলো আমরা সিরিয়ালি পানি দিচ্ছি। কেউ পাঁচ দিন পর পাচ্ছে, কেউ সাত দিন পরে পাচ্ছে। নলকূপের ক্ষমতা হচ্ছে ১৫০ বিঘা জমিতে পানি দেয়ার, কিন্তু এলাকায় ধান চাষ হয়েছে ২৫০ বিঘা জমিতে।’

চেয়ারম্যান আরও বলেন, ‘পরিবারের দাবি তারা মাঠেই বিষ খেয়েছেন। তবে মৃত্যুর সময় ওই যুবক বাড়িতে ছিলেন। তাকে এক অটোওয়ালা সন্ধ্যায় বাড়িতে নামিয়ে দিয়ে গেছে। পরে রাতে মৃত্যুর ঘটনা ঘটেছে।’

চেয়ারম্যান স্থানীয়দের বরাতে জানান, অভিনাথ ও রবি প্রায়ই চোলাই মদ পান করতেন। বুধবার বিকেলেও তারা মদ্যপান করেছিলেন। সেটি মৃত্যুর কারণ হতে পারে।

ওসি জানান, হাসপাতালে ভর্তি রবি বেশ অসুস্থ। ঠিকমতো কথা বলতে পারছেন না। তিনি সুস্থ হলে জিজ্ঞাসাবাদ করা হবে। এ ছাড়া অভিনাথের মরদেহের ময়নাতদন্তও করা হবে।

এ বিভাগের আরো খবর