বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সেপটিক ট্যাংকে নেমে ২ শ্রমিকের মৃত্যু

  •    
  • ২৩ মার্চ, ২০২২ ২০:৩৯

আব্দুল খালেক মীরের নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে নামেন তুহিন ও ইব্রাহীম। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তাদের সাড়াশব্দ না পাওয়ায় ভেতরে নামেন সহকর্মী আবুল হোসেন।

শরীয়তপুরের ডামুড্যায় নির্মাণাধীন বাড়ির সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। অসুস্থ হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন আরেক শ্রমিক।

উপজেলার সিড্যা ইউনিয়নে বুধবার বিকেল ৪টার দিকে এই ঘটনা ঘটে বলে জানান থানার ওসি শরীফ আহমেদ।

মৃত শ্রমিকরা হলেন মো. তুহিন ও মো. ইব্রাহিম। তাদের বাড়ি ওই এলাকাতেই।

স্থানীয়দের বরাতে ওসি জানান, বুধবার বিকেলে আব্দুল খালেক মীরের নির্মাণাধীন ভবনে কাজ করছিলেন শ্রমিকরা। ওই ভবনের সেপটিক ট্যাংকের সেন্টারিংয়ের মালামাল খুলতে এর ভেতরে যান তুহিন ও ইব্রাহীম।

দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তাদের সাড়াশব্দ না পাওয়ায় ট্যাংকের ভেতরে নামেন সহকর্মী আবুল হোসেন। তিনিও বের না হওয়ায় স্থানীয়রা ট্যাংকের একটি অংশ ভেঙে ভিতরে গিয়ে তিনজনকে বের করে হাসপাতালে নেয়।

চিকিৎসক তুহিন ও ইব্রাহিমকে মৃত ঘোষণা করেন।

স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোস্তফা খোকন বলেন, ‘অসুস্থ তিনজনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে দুইজনকে মৃত অবস্থায় পাওয়া গেছে। আহত একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার চিকিৎসা চলছে। প্রাথমিক ধারণা সেপটিক ট্যাংকের মধ্যে বিষাক্ত গ্যাসের কারণে তাদের মৃত্যু হতে পারে। ময়নাতদন্তের পরই বিষয়টি স্পষ্ট হওয়া যাবে।’

এ বিভাগের আরো খবর