ষড়যন্ত্রের মাধ্যমে বিএনপি ক্ষমতা দখল করতে চায় বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, সাংবিধানিক ব্যবস্থা ধ্বংস ও আগামী জাতীয় সংসদ নির্বাচন বানচালের লক্ষ্যেই বিএনপি সংলাপে যেতে চায় না। সংলাপের চেয়ে ষড়যন্ত্রের মাধ্যমে অন্ধকারের পথ অবলম্বনই বিএনপির কৌশল।
বিএনপি ইসির সঙ্গে সংলাপে আগ্রহী নয়- মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বুধবার এসব কথা বলেন।
আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে ওবায়দুল কাদের আরও বলেন, ‘সাংবিধানিক রীতিনীতি ও গণতান্ত্রিক উপায়ের প্রতি শ্রদ্ধা না দেখিয়ে ষড়যন্ত্রের মাধ্যমে বিএনপি ক্ষমতা দখল করতে চায়। গণতান্ত্রিক পদ্ধতির প্রতি বিএনপির আগ্রহ নেই। আর এ অনাগ্রহের ভূত বিএনপি জাতির ওপর চাপাতে চায়।’
যেকোনো ইস্যু নিয়ে রাজনীতি করার অপচেষ্টা বিএনপির মজ্জাগত মন্তব্য করে ওবায়দুল কাদের আরও বলেন, ‘দ্রব্যমূল্য নিয়ে বিএনপির অপরাজনীতি মাঠে মারা গেছে। শেখ হাসিনার জনবান্ধব সরকার জনগণের যেকোনো দুঃখ-দুর্দশায় সাড়া দেয়। সরকার ত্বরিত ব্যবস্থা নেয়ায় ইতোমধ্যে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে আসতে শুরু করেছে।’