বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ইভিএম রাখতে ৬৪ জেলায় গোডাউন ভাড়া নিচ্ছে ইসি

  •    
  • ২৩ মার্চ, ২০২২ ১৮:৪৪

ইসি জানিয়েছে, ইভিএম সংরক্ষণে ঢাকায় স্থান সংকুলান এবং নির্বাচনের সময় বহনের ঝামেলা থেকে রেহাই পেতেই এমন সিদ্ধান্ত।

বিভিন্ন নির্বাচনে ভোটের কাজে ব্যবহার করা ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) সংরক্ষণ করতে ৬৪ জেলায় গোডাউন ভাড়া করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসির জ্যেষ্ঠ সহকারী সচিব মোহাম্মাদ মাহবুব আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ২০ মার্চ এ তথ্য জানানো হয়। ইসি জানিয়েছে, ইভিএম সংরক্ষণে ঢাকায় স্থান সংকুলান এবং নির্বাচনের সময় বহনের ঝামেলা থেকে রেহাই পেতেই এমন সিদ্ধান্ত।

ভোটে ব্যবহার করার মতো ১ লাখ ৫০ হাজার সচল ইভিএম রয়েছে সাংবিধানিক এ সংস্থার কাছে। এগুলো সারা দেশে ভাগ করে দেয়ার পরিকল্পনা তাদের।

দেশের সব জেলায় ইলেকট্রনিক এই ভোটিং মেশিন ভাগ করে দেয়া হবে বলে নিউজবাংলাকে জানিয়েছেন নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।

তিনি বলেন, ‘কোথাও দুই হাজার, কোথাও চার হাজার মেশিন থাকবে। এতে এগুলো ভোটের সময় ব্যবহার করা সহজ হবে। তাহলে আর ঢাকা থেকে বহন করতে হবে না। ঢাকায় ৫০ হাজার ইভিএম থাকবে।’

নির্বাচন কমিশনের কাছে কতগুলো সচল ইভিএম আছে জানতে চাইলে অশোক কুমার বলেন, ‘দেড় লাখ ইভিএম আছে। ঢাকায় এগুলো সংরক্ষণের জন্য জায়গা নেই বলেই এমন সিদ্ধান্ত।’

ইভিএম রাখতে গোডাউন ভাড়া চেয়ে দরপত্র আহ্বান করেছে ইসি। এতে বলা হয়েছে, নির্বাচন কমিশন সচিবালয়ের আওতাধীন ৬৪ জেলা নির্বাচন অফিসে ইভিএম সংরক্ষণে বাড়ি বা গোডাউন ভাড়ার জন্য বাড়ির মালিকদের কাছ থেকে সিলমোহর দেয়া খামে দরপত্র আহ্বান করা যাচ্ছে। আগ্রহী ভবন মালিকদের আগামী ৪ এপ্রিলেরর মধ্যে নির্বাচন ভবনে সিলগালা খামে দরপত্র জমা দিতে হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইভিএম রাখার জন্য আঞ্চলিক নির্বাচন অফিস বা সিনিয়র জেলা নির্বাচন অফিস কিংবা জেলা নির্বাচন অফিসসংলগ্ন গণপূর্ত মন্ত্রণালয়ের অনুমোদিত ভাড়ার হারে তিন বছরের চুক্তিতে ভাড়া দেয়া।

এ বিভাগের আরো খবর