বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ইয়াবাসহ কারারক্ষী গ্রেপ্তার

  •    
  • ২৩ মার্চ, ২০২২ ১৪:০৮

ব‌রিশাল কেন্দ্রীয় কারাগারের সি‌নিয়র জেল সুপার প্রশান্ত কুমার ব‌ণিক বলেন, ‘বিষয়‌টি আমরা শুনেছি। এই ঘটনায় নাঈমের বিরুদ্ধে বিভাগীয় মামলা ও বরখাস্ত করা হবে। হাসনাইনের বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।’

ব‌রিশাল সদর উপজেলায় ইয়াবাসহ এক কারারক্ষীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার সঙ্গে থাকা আরেক কারা‌রক্ষীকে আটক করা হয়।

উপজেলার চরকাউয়া জিরো পয়েন্ট এলাকা থেকে মঙ্গলবার রাতে কারারক্ষী মো. নাঈম ও হাসনাইনকে আটক করে পুলিশ।

তারা দুজনই ব‌রিশাল কেন্দ্রীয় কারাগারে কর্মরত।

নিউজবাংলাকে তথ্য নিশ্চিত করেছেন ব‌রিশাল বন্দর থানা পু‌লিশের ও‌সি মো. আসাদুজ্জামান।

তিনি জানান, গোপন সংবাদের ভি‌ত্তিতে রাতে অ‌ভিযান চা‌লিয়ে ওই দুজনকে আটক করা হয়। এ সময় নাঈমের কাছ থেকে তিন পিস ইয়াবা উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, সেবনের জন‌্যই এই ইয়াবা তা‌র কাছে ছিল। এই ঘটনায় নাঈমের বিরুদ্ধে মামলা করা হয়েছে ও হাসনাইনকে কারা কর্তৃপক্ষের জিম্মায় দেয়া হবে বলে জানান ও‌সি।

আরেকটি সূত্রে জানা যায়, তাদের আটকের সময় ঘটনাস্থল থেকে রা‌ব্বি নামে ‌আরেক কারারক্ষী পা‌লিয়ে গেছেন।

ব‌রিশাল কেন্দ্রীয় কারাগারের সি‌নিয়র জেল সুপার প্রশান্ত কুমার ব‌ণিক বলেন, ‘বিষয়‌টি আমরা শুনেছি। এই ঘটনায় নাঈমের বিরুদ্ধে বিভাগীয় মামলা ও বরখাস্ত করা হবে। হাসনাইনের বিষয়ে তদন্ত সাপেক্ষে ব‌্যবস্থা নেয়া হবে।’

এ বিভাগের আরো খবর