একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন কুড়িগ্রামের এক নারী। বিয়ের আট বছর পর এটিই তার প্রথম সন্তান জন্মদান।
রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে মঙ্গলবার রাতে আদুরী বেগম আশা চার সন্তান প্রসব করেন। চার নবজাতকের মধ্যে তিনজন মেয়ে ও একজন ছেলে।
বিষয়টি নিউজবাংলাকে নিশ্চিত করেন হাসপাতালের সহকারী রেজিস্ট্রার (গাইনি বিভাগ) ফারহানা ইয়াসমিন ইভা।
নবজাতকদের বাবা মনিরুজ্জামান বাঁধন বলেন, ‘আমাদের বাড়ি কুড়িগ্রাম জেলা সদরের নাদিরা গ্রামে। আট বছর আগে আমাদের বিয়ে হয়। তবে এত দিনে কোনো সন্তান ছিল না। এই দীর্ঘ সময়ে আমরা বিভিন্ন জায়গায় চিকিৎসা নেয়ার পরে আমার স্ত্রী আদুরী গর্ভবতী হয়।’
শুরুতেই আলট্রাসনোগ্রামে আদুরীর গর্ভে চারটি সন্তান দেখা যায় বলে জানান বাঁধন।
তিনি বলেন, ‘মঙ্গলবার সকাল থেকে অসুস্থবোধ করলে চিকিৎসকদের পরামর্শে আমার স্ত্রীকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের ১১ নম্বর গাইনি ওয়ার্ডে ভর্তি করি। রাতেই সে চার সন্তান জন্ম দেয়। আল্লাহর রহমতে সবাই ভালো আছে।’
চিকিৎসক ফারহানা ইয়াসমিন ইভা জানান, মা ও চার সন্তান সুস্থ আছেন। তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।