মুক্তিযুদ্ধে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এক আনা অবদান নেই বলে মন্তব্য করেছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মঙ্গলবার এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।
তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর সারা জীবনের রাজনীতি ছিল এই দেশের মাটি ও মানুষের জন্য। তিনি বারবার জেল খেটেছেন। তবুও মেহনতি মানুষের জন্য রাজনীতি করেছেন। তিনি ছিলেন বলেই আমরা স্বাধীন দেশ পেয়েছি।
‘যারা পঁচাত্তরে বঙ্গবন্ধুকে হত্যার ক্ষেত্র তৈরি করেছিল তারাই আমাদের উন্নয়নের বাধা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রতিদিন বক্তব্য দেন, সরকারের সমালোচনা করেন। দেশ নিয়ে কথা বলেন, জনগণ নিয়ে কথা বলেন। দেশের প্রতিটি উন্নয়নকাজের তিনি বিরোধিতা করেন। তার কিন্তু মুক্তিযুদ্ধে এক আনা অবদানও নেই।
‘বিএনপি দেশের রেলপথ ধ্বংস করে দিয়েছিল, আমরা তা উদ্ধার করেছি। রেলপথকে আমরা এখন পুরোপুরি ব্রডগেজে নিয়ে যেতে পরিকল্পনা নিয়েছি। এ বছর ঢাকা-কক্সবাজার রুটে ট্রেন চালু হবে। তা যদি সম্ভব না হয়, তাহলে পরবর্তী জুনের আগেই হবে।’
বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্বে থাকা অধ্যাপক নুরুল আলম বলেন, ‘বঙ্গবন্ধু এবং বাংলাদেশ এক ও অভিন্ন। তিনি না থাকলে আমরা স্বাধীনতা পেতাম না, দেশ পেতাম না। বঙ্গবন্ধু ছাড়া বাংলাদেশ কল্পনাও করা যায় না। এ দেশের মানুষের মুক্তি ও উন্নয়ন ছিল বঙ্গবন্ধুর স্বপ্ন।’
বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক রাশেদা আখতারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মনজুরুল হক, অধ্যাপক অজিত কুমার মজুমদারসহ শিক্ষকরা।