খুলনায় এ বছর একুশে বইমেলায় প্রায় এক কোটি ২৫ লাখ টাকার বই বিক্রি হয়েছে বলে জানিয়েছেন মেলা আয়োজক কমিটি।
মঙ্গলবার বিকালে খুলনার বয়রার বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার চত্বরে একুশে বইমেলার সমাপনী অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।
তিনি বলেন, ‘বইমেলা হলো আমাদের প্রাণের মেলা। বই পড়লে জ্ঞান অর্জন ও জ্ঞানের পরিধি বৃদ্ধি পায়। বই জাতির মননকে আলোকিত করে। নতুন প্রজন্মকে গড়ে ওঠার সুযোগ করে দেয়। সবকিছু মিলে বইমেলা বাঙালির জীবনে একটি অসাধারণ দিক। আগামীতে নতুন নতুন বই প্রকাশের জন্য প্রকাশকদের অনুরোধ করছি।’
খুলনার জেলা প্রশাসক মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য করেন বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারের উপপরিচালক মো. আহছান উল্যাহ।
অনুষ্ঠান শেষে মেয়র স্টল প্রতিনিধিদের মাঝে ক্রেস্ট ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
গত ২৫ ফেব্রুয়ারি বিকালে থেকে খুলনা মহানগরীর বয়রার বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার প্রাঙ্গণে একুশে বইমেলার পর্দা ওঠে। এবারের মেলায় প্রকাশনা সংস্থা, বিভিন্ন সাহিত্য সংগঠন, সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও লাইব্রেরির ৯৫টি স্টল ছিল। এ ছাড়া মেলা প্রাঙ্গণে প্রতিদিন সন্ধ্যায় নতুন বইয়ের মোড়ক উন্মোচন, সাংস্কৃতিক অনুষ্ঠান, শিশুদের জন্য উপস্থিত বক্তৃতা, বিতর্ক, আবৃত্তি ও বইপাঠ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল।
বইমেলা পরিচালনা কমিটি সূত্রে জানা যায়, ২০০৩ ও ২০০৪ সালে সাহিত্য সংসদ চত্বরে মেলার আয়োজন করা হয়। ২০০৫ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত স্থানীয় সাহিত্য সংসদ বয়রার উদ্যোগে বিভাগীয় সরকারি গণগ্রন্থগার প্রাঙ্গণে একুশে বইমেলা উদযাপন করে। এর মধ্যে ২০০৯ সালে সাহিত্য সংসদ ও বিভাগীয় গণগ্রন্থাগারের যৌথ উদ্যোগে মেলার আয়োজন করা হয়। পরবর্তীতে ২০১০ সাল থেকে খুলনা জেলা প্রশাসন এ মেলা আয়োজন করে আসছে।